শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুদ্ধবিরতি নিয়ে আবার তুরস্কে বৈঠকে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

যুদ্ধবিরতি নিয়ে আবার তুরস্কে বৈঠকে রাশিয়া-ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে বুধবার থেকে তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি বৈঠকে শুরু হবে। তবে রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর দাবি, সরকারি বৈঠক শুরু হবে বৃহস্পতিবার।

ইউক্রেনের ডনবাস, খারকিভ, জাপোরিজিয়ায় রুশ সেনাবাহিনীর প্রবল হামলার মধ্যেই নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসছে মস্কো-কিয়েভ। 


বিজ্ঞাপন


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বুধবার থেকে তুরস্কের ইস্তাম্বুলে মুখোমুখি বৈঠকে শুরু হবে। 

তবে রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর দাবি, বুধবার দু’তরফের প্রতিনিধিরা ইস্তানবুলে পৌঁছে গেলেও আলোচনা শুরু হবে বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে।

জেলেনস্কি মঙ্গলবার জানিয়েছেন, ইস্তাম্বুলে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ। 

অন্য দিকে, রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ সহকারী ভ্লাদিমির মেডিনস্কি। 

রাশিয়ায় উপ-পররাষ্ট্র মন্ত্রী মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কোস্তুকভ এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিনও থাকবেন প্রতিনিধিদলে।

গত ১৪ জুলাই ইউক্রেনের সঙ্গে শান্তি-সমঝোতায় আসার জন্য রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর মধ্যে যুদ্ধ না-থামলে রাশিয়া এবং তার বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দেন তিনি। 

এই আবহে নতুন করে আলোচনায় বসতে চলেছে দু’পক্ষ। গত ১৭ মে ইস্তাম্বুলেই বৈঠকে বসেছিল রাশিয়া এবং ইউক্রেন। 

সেখানে যুদ্ধবিরতি নিয়ে ঐকমত্য হয়নি দু’পক্ষের মধ্যে, তবে যুদ্ধবন্দি এবং নিহত সেনাদের দেহ বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ।

-এমএমএস

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর