ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ‘শিশু ও অনাহারীদের কবরস্থান’ বলে অভিহিত করেছে জাতিসংঘ। সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, গাজা এখন শিশুদের কবরস্থান ও অনাহারের উপত্যকায় পরিণত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
বিজ্ঞাপন
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ইসরায়েল গাজায় একটি নিষ্ঠুর ও পরিকল্পিত হত্যাযজ্ঞের ফাঁদ তৈরি করেছে।
ফিলিপ লাজারিনি আরও লেখেন, ‘গাজার মানুষ এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তাদের সামনে বেছে নেয়ার মতো মাত্র দুটি পথ রয়েছে। ক্ষুধায় মারা যাওয়া অথবা গুলিতে প্রাণ হারানো।’
Inaction & silence are complicities.
— Philippe Lazzarini (@UNLazzarini) July 11, 2025
Under our watch, #Gaza has become the graveyard of children & starving people.
No way out. Their choice is between 2 deaths: starvation or being shoot at.
The most cruel & machiavellian scheme to kill, in total impunity.
Our norms & values… https://t.co/oWQYXSn1fb
এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর বলছে, মে মাস থেকে গাজায় এখন পর্যন্ত খাদ্য সহায়তা কেন্দ্রেই নিহত হয়েছেন অন্তত ৮০০ জন।
বিজ্ঞাপন
শুক্রবার সুইজারল্যান্ডে এক ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘২৭ মে থেকে ৭ জুলাই পর্যন্ত ৭৯৮ জনকে হত্যার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৬১৫ জনকে হত্যা করা হয়েছে জিএইচএফের ত্রাণগুলোর আশপাশে। আর ১৮৩ জনকে হত্যা করা হয়েছে ত্রাণ নিতে যাওয়ার পথে।’
অন্যদিকে, ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের তুর্কি কবরস্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে লাশ উত্তোলন করেছে। গুঁড়িয়ে দিয়েছে আশপাশের কবর ও শিবির। এখন পর্যন্ত গাজার ৬০টি কবরস্থানের মধ্যে দুই-তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের।
এমএইচটি

