পাকিস্তানে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক থেকে অ্যাকাউন্ট ডিলেট করতে অস্বীকৃতি জানানোর পর নিজের মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি।
দেশটির রাজধানী ইসলামাবাদের পাশে অবস্থিত রাওয়ালপিন্ডি শহরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রাওয়ালপিন্ডি পুলিশের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, বাবা মেয়েকে টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে বলেছিলেন, কিন্তু মেয়ে সেটি মানেনি। এর জেরে বাবা গুলিবিদ্ধ করে তার ১৬ বছর বয়সী মেয়েকে হত্যা করেন।
পুলিশ প্রতিবেদন অনুসারে, প্রথমে পরিবার ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করলেও তদন্তে ‘অনার কিলিং’ (পরিবারের সম্মানের নামে হত্যা) প্রমাণিত হয়েছে। ঘটনার পর বাবা গ্রেপ্তার হয়েছেন।
গত মাসে একই ধরনের ঘটনায় ১৭ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ খুন হন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে তাকে হত্যা করে এক ব্যক্তি। সানা ইউসুফের টিকটকসহ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ১০ লাখেরও বেশি ফলোয়ার ছিল, যেখানে তিনি তার প্রিয় ক্যাফে, ত্বকের যত্নের পণ্য এবং ঐতিহ্যবাহী পোশাকের ভিডিও শেয়ার করেতেন।
পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয় অ্যাপটিতে নারীদের জন্য আয় ও আত্মপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তবে ২০২৫ সালের মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুসারে, পাকিস্তানে মাত্র ৩০ শতাংশ নারীর কাছে স্মার্টফোন রয়েছে এবং দেশটির ৫৮ শতাংশ পুরুষ স্মার্টফোন ব্যবহার করেন।
বিজ্ঞাপন
এর আগে এই বছরের শুরুতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে টিকটকে ভিডিও আপলোডের অভিযোগে এক ব্যক্তি তার ১৪ বছর বয়সী মেয়েকে হত্যা করেন এবং পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
সূত্র: এএফপি
-এমএইচআর

