ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে আবারো সামরিক অভিযান শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ওয়াশিংটনকে পশ্চিমা দেশগুলোকে অন্তর্ভুক্ত করে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে তেলআবিব।
২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরমধ্যে গত মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি পর প্রায় দুই মাস ধরে বাণিজ্যিক জাহাজের ওপর তাদের আক্রমণ বন্ধ রেখেছিল গোষ্ঠীটি। তবে চলতি সপ্তাহে ইয়েমেনে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় লোহিত সাগরে হামলা চালিয়ে দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে হুথি যোদ্ধারা।
বিজ্ঞাপন
বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ‘ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, লোহিত সাগরে চলাচলরত জাহাজে চলমান হুথিদের হামলা শুধু ইসরায়েলি সমস্যা হতে পারে না। ফলে হুথিদের বিরুদ্ধে এখনি আরও তীব্র সম্মিলিত আক্রমণের প্রয়োজন। তাদের হামলা রুখতে শুধু ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান যথেষ্ট নয়, যুক্তরাষ্ট্রকে আবার হামলা শুরু করতে হবে এবং অতিরিক্ত দেশগুলোকে অন্তর্ভুক্ত করে একটি জোট গঠন করতে হবে।’
এদিকে বৃহস্পতিবারও ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হুথিরা। এদিন ইহুদি দখলদার রাষ্ট্রটিতে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনি গোষ্ঠী।
ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি হুথি প্রধানের
ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল-হাউথি বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তাদের মিলিশিয়া লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগর দিয়ে চলাচলরত ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত যেকোনো জাহাজের ওপর আক্রমণ চালিয়ে যাবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, যতক্ষণ গাজার আগ্রাসন এবং অবরোধ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।
এরআগে এক সপ্তাহে লোহিত সাগরে দুটি জাহাজ ডুবিয়ে দেয় হুথি। এই ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা— ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (০৭ জুলাই) গ্রীক মালিকানাধীন লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ 'ইটারর্নিটি সি' ২৫ জন ক্রু সহ হামলার শিকার হয়। ছোট একটি নৌযান থেকে ছোড়া রকেট-চালিত গ্রেনেডের আঘাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। মঙ্গলবারও আক্রমণ অব্যাহত ছিল। এর মধ্যেই রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছিল।
এরআগে রোববার (০৬ জুলাই) ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত হোদেইদা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী ‘ম্যাজিক সীজ’ নামে একটি জাহাজে হামলা চালায় হুথি যোদ্ধারা। জাহাজটিতে দুটি ড্রোনবোট (চালকবিহীন নৌকা), পাঁচটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন হামলা চালানো হয়, যা সরাসরি জাহাজে আঘাত করে। বিস্ফোরণের ফলে জাহাজের নিচের অংশে মারাত্বক ক্ষতি হয় এবং এক পর্যায়ে ডুবে যায়। তবে জাহাজটি ডুবে যাওয়ার আগেই সেখান থেকে সমস্ত ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
-এমএইচআর

