রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে মিলবে না মার্কিন ভিসা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে মিলবে না মার্কিন ভিসা 

ডিএস-১৬০ ভিসা ফর্মে আবেদনকারীদের গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা আবেদন বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়- এফ, এম, অথবা জে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের প্রতি দৃষ্টি আকর্ষণ:

ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন। 

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য বলে গণ্য করা হবে।  

1


বিজ্ঞাপন



-এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর