রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, প্রত্যাখ্যান করল পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, প্রত্যখ্যান করল পাকিস্তান সরকার

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী— এমন গুঞ্জনকে প্রত্যাখ্যান করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি এটিকে ‌‘ষড়যন্ত্রমূলক প্রচারণা’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে নাকভি বলেন, ‘এই ষড়যন্ত্রমূলক প্রচারণার পেছনে আছে কারা আছেন, তা আমরা ভালো করেই জানি। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান অসিম মুনিরকে লক্ষ্য করে এই প্রচারণা চালানো হচ্ছে।’’


বিজ্ঞাপন


তিনি জোর দিয়ে বলেন, ‘আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলা হয়েছে বা সেনাপ্রধান প্রেসিডেন্ট হতে আগ্রহী- এমন কোনো আলোচনা হয়নি, এমনকি এ ধরনের কোনো চিন্তাও নেই।’

পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সশস্ত্র বাহিনীর নেতৃত্বের দৃঢ় ও সম্মানজনক সম্পর্ক রয়েছে।’

তিনি বলেন, প্রেসিডেন্ট জারদারি পরিষ্কারভাবে বলেছেন, ‘আমি জানি কারা এই মিথ্যাচার ছড়াচ্ছেন, কেন ছড়াচ্ছেন এবং কে এই প্রচারণা থেকে লাভবান হচ্ছেন।’

নাকভি বলেন, ‘সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একমাত্র লক্ষ্য পাকিস্তানের শক্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এছাড়া আর কিছু নয়।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘যারা এই মিথ্যা প্রচারণার সঙ্গে জড়িত, তারা চাইলে বিদেশি শত্রু গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে মিলে যা খুশি তাই করতে পারেন। আর আমরা, ইনশাআল্লাহ, পাকিস্তানকে আবারও শক্তিশালী করার জন্য যা কিছু দরকার, তাই করব।’

এদিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সিনেটর ইরফানুল্লাহ সিদ্দিকীও জারদারির পদত্যাগের খবর অস্বীকার করেছেন।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের ‘জিও পাকিস্তান’ অনুষ্ঠানে কথা বলার সময় তিনি বলেছেন, ‘জারদারি পদত্যাগ করছেন, ইমরানের ছেলেরা আসছেন, নওয়াজ শরিফ আদিয়ালায় যাচ্ছেন—এসব কোনও সংবাদ নয়, এগুলো বানোয়াট গল্প।’

তিনি আরও বলেন, ‘জারদারি সরকারকে কোনও সমস্যায় ফেলেননি এবং একজন রাষ্ট্রপ্রধান হিসেবে নিজের সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে অবগত আছেন তিনি। পিএমএল-এনের প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা নেই এবং তাকে পদচ্যুত করার জন্য গ্রহণযোগ্য কোনও কারণও নেই।’

সূত্র: ডন

-এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর