রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় ভেসে গেছে সেতু, বহু মানুষ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় ভেসে গেছে সেতু, বহু মানুষ নিখোঁজ

ভারি বৃষ্টিপাতের ফলে চীনের তিব্বত অঞ্চলের ভোটেকোসি নদীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে চীনের সঙ্গে নেপালকে সংযোগ করা ‘ফ্রেন্ডশিপ সেতু’ ভেসে গেছে। এ ঘটনায় কমপক্ষে ২৯ জন নিখোঁজ রয়েছেন। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তিব্বত অঞ্চলের একটি হিমবাহী হ্রদের পানি উপচে পড়ে বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন তারা। কারণ কোসি নদী বন্যার পানিতে প্লাবিত হলেও গত ২৪ ঘণ্টায় সেখানে খুব বেশি বৃষ্টিপাত হয়নি।


বিজ্ঞাপন


বার্তা সংস্থ্ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্যায় নেপালে অন্তত ১৮ জন নিখোঁজ হয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনা অংশে ১১ জন নিখোঁজ রয়েছেন।

নেপালে জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এক এক্স বার্তায় জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ছয় চীনা শ্রমিক এবং তিন পুলিশ কর্মী রয়েছেন। এরসঙ্গে আটটি ইলেকট্রিক গাড়িও ভেসে গেছে। এছাড়া একটি হাইড্রোইলেকট্রিক প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, সংযোগ সেতুটি ভেসে যাওয়ায় চীন ও নেপালের মধ্যে বাণিজ্য বিঘ্নিত হচ্ছে।  

 

রাসুয়া জেলার একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পাউডেল বলেন, ভোটেকোশি নদীর বন্যায় এক জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও ১৭ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ চীনা নাগরিকরা রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে চীনা সহায়তায় নির্মিত ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে কাজ করছিলেন।

তিনি রয়টার্সকে বলেন, ‘চীন থেকে আমদানি করা পণ্যবাহী কিছু কন্টেইনারও নদীতে ভেসে গেছে... (সম্পত্তির) বিরাট ক্ষতি হয়েছে এবং আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।’ 

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেট জানিয়েছেন, তারা ১১ জনকে উদ্ধার করেছেন এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় বিধ্বস্ত চীন। এরমধেই দেশটি এ সপ্তাহে একটি মৌসুমী ঝড়ের কবলে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। 


-এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর