রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চীন থেকে অত্যাধুনিক অস্ত্রের চালান হাতে পেয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

চীন থেকে অত্যাধুনিক অস্ত্রের চালান হাতে পেয়েছে ইরান

চীনের কাছ থেকে অত্যাধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের (এসএএম) চালান হাতে পেয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ধ্বংস হওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুর্নগঠনের জন্য দ্রুত পদক্ষেপ হিসেবে বেইজিংয়ের সঙ্গে এই অস্ত্র কেনার চুক্তি করেছিল তেহরান। 

মঙ্গলবার (০৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।


বিজ্ঞাপন


গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত একজন আরব কর্মকর্তা মিডেল ইস্ট আই-কে জানিয়েছেন, গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর  ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের চালান সরবরাহ শুরু করে চীন।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন আরব কর্মকর্তা বলেছেন, মার্কিন আরব মিত্ররা তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘পুর্নগঠন এবং শক্তিশালী’ করার এই চুক্তি সম্পর্কে অবগত ছিল এবং হোয়াইট হাউসকে ইরানের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কতগুলো ক্ষেপণাস্ত্র তেহরানে পৌঁছেছে তা উল্লেখ করেননি কর্মকর্তারা।  

অন্য একজন আরব কর্মকর্তা নিশ্চিত করেছেন, তেলের চালানের মাধ্যমে চীনকে এই অস্ত্রের মূল্য পরিশোধ করেছে ইরান। 

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন গত মে মাসে এক প্রতিবেদনে দাবি করে, চীন ইরানি তেলের বৃহত্তম আমদানিকারক এবং ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেল বেইজিংয়ে যায়।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বেশ কয়েক বছর ধরে চীন রেকর্ড পরিমাণে ইরানি তেল আমদানি করেছে, অপরিশোধিত তেলের উৎস লুকানোর জন্য মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করেছে।

প্রসঙ্গত, ১২ দিনের সংঘাতে ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুযোগ নিয়ে দেশটির আকাশসীমা নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। এক প্রকার বিনা বাধায় ইরানের পারমানবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। এতে ইরানের র্শীষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীসহ প্রায় এক হাজার মানুষ নিহত হন। 


-এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর