রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাশিয়ার পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

রাশিয়ার পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

সোমবার (০৭ জুলাই) ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ডিক্রিতে স্টারোভয়েটকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তাকে বরখাস্ত করার জন্য কোনো কারণ জানানো হয়নি। 


বিজ্ঞাপন


ক্রেমলিন জানিয়েছে, নভগোরোড অঞ্চলের সাবেক গভর্নর আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। ক্রেমলিনে পুতিনের সঙ্গে তার হাত মেলানোর ছবিও প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যমগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার পরিবহন শিল্পের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত মাসে সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের আগে থেকেই স্টারোভোইটের পদে নিকিতিনকে নিয়োগের পরিকল্পনা চলছিল। 

আরেকটি সূত্র জানিয়েছে, স্টারোভোইটের মন্ত্রী পদ নিয়ে কয়েক মাস ধরে আলোজনা চলছিল, পরিবহন খাতের সঙ্গে কুর্স্কের দুর্নীতি কেলেঙ্কারিতেও তার নাম রয়েছে।

২০২৪ সালের মে মাসে স্টারোভয়েটকে পরিবহনমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন পুতিন। এরআগে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরস্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন স্টারোভয়েট।


বিজ্ঞাপন


-এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর