রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউরোপে দীর্ঘতর হচ্ছে গ্রীষ্ম! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

ইউরোপে দীর্ঘতর হচ্ছে গ্রীষ্ম! 

গরমে পুড়ছে ইউরোপ। স্পেনের হুয়েলভা অঞ্চলে জুন মাসে তাপমাত্রা হয়েছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। ফ্রান্সের কিছু জায়গায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে।

ইটালিতে রোম, মিলান-সহ ২০ শহরে গরমের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। কোনও কোনও জায়গায় দিনের বেলা তাপমাত্রার পারদ ছাড়াচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। 


বিজ্ঞাপন


গরমে এখন পর্যন্ত প্রাণ গিয়েছে এক শিশুসহ আট জনের। জুনের শেষ ভাগ থেকে সাধারণত ইউরোপে গরম পড়ে। 

সেই গরমের চরিত্র কি এবার ধীরে ধীরে বদলে যাচ্ছে? গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, ইউরোপের কিছু জায়গায় এই গরম স্থায়ী হচ্ছে পাঁচ মাস। এ বার এটাই কি তবে ‘স্বাভাবিক’ হয়ে দাঁড়াচ্ছে ইউরোপে? উঠছে প্রশ্ন।

ইটালিতে রোম, মিলানসহ ২০ শহরে গরমের সতর্কতা জারি করেছে প্রশাসন। সেখানে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে পারদ। ৩০ জুন থেকে ৩ জুলাই জার্মানিতে তাপপ্রবাহের জন্য ২০০টি সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। 


বিজ্ঞাপন


প্রতিনিয়ত সেখানে মানুষকে আবহাওয়ার বিষয়ে সতর্ক করার রীতি রয়েছে। মধ্য ইউরোপের অস্ট্রিয়া, বসনিয়া, হারজ়েগোভিনা, সার্বিয়া, স্লোভানিয়াতেও জারি হয়েছে সতর্কতা।

যদিও আবহাওয়াবিদেরা মনে করছেন, এই অবস্থা এক দিনে আসেনি ইউরোপে। গত কয়েক বছর ধরেই তাঁরা প্রশাসন এবং সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা করেছেন।

এখন বিশেষজ্ঞেরা কড়া পদক্ষেপ করার ডাক দিয়েছেন। ‘ক্লাইমেট রেজ়িলিয়েন্স ফর অল ক্লেমস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমীক্ষা বলছে, গত পাঁচ বছরে ইউরোপের বিভিন্ন শহরে দীর্ঘতর হচ্ছে গ্রীষ্ম। 

২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে পৃথিবীর ৮৫টি দেশের তাপমাত্রার পরিসংখ্যান সংগ্রহ করেছে তারা। সেখানেই দেখা গিয়েছে, ইউরোপের কিছু শহরে গ্রীষ্ম ক্রমে দীর্ঘতর হচ্ছে। 

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর