মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন তিনি। আগামী সোমবার (৭ জুলাই) এই দেশগুলোর তালিকা ও শুল্ক হারের পরিমাণ প্রকাশ করা হবে বলেও জানান ট্রাম্প।
শুক্রবার (০৪ জুলাই) নিউজার্সিতে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, ‘আমি কিছু চিঠিতে স্বাক্ষর করেছি এবং সেগুলো সোমবার প্রকাশিত হবে।’ এই চিঠিতে যত পরিমাণ শুল্ক ধরা হয়েছে, সেটিই মানতে হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘এটি গ্রহণ করা নয়ত ছেড়ে দেওয়া প্রস্তাব।’
কোন দেশগুলোর ওপর এই তালিকায় আছে জানতে চাইলে ট্রাম্প নির্দিষ্ট করে কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আপনাকে অপেক্ষা করতে হবে। আমাকে সোমবারই তা ঘোষণা করতে হবে।’
১২ দেশের ওপর আলাদা আলাদা শুল্ক নির্ধারণ করা হয়েছে জানিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সম্ভবত ১২টি ভিন্ন পরিমাণ অর্থ, ভিন্ন পরিমাণ শুল্ক এবং কিছুটা ভিন্ন চুক্তি হবে।’ অর্থাৎ কিছু দেশের ওপর বেশি, কারও ওপর কম শুল্ক আরোপ করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এরআগে ট্রাম্প বলেছিলেন, শুক্রবার (৪ জুলাই) শুল্ক সংক্রান্ত চিঠিগুলো প্রকাশ করা হবে। তবে এই তারিখ থেকে পিছিয়ে এসেছেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। সব দেশের পণ্যের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ এবং কিছু কিছু দেশের ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে সব দেশের জন্য শুল্ক সর্বনিম্ন ১০ শতাংশ রেখে তা ৯০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। যেটি আগামী ৯ জুলাই শেষ হবে।
সূত্র: আনোদোলু, রয়টার্স
-এমএইচআর