ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের কারণে প্রায় ২০ দিন বন্ধ রাখার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান।
শুক্রবার (০৪ জুলাই) তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে সংঘাত পরবর্তী প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হিসেবে আমিরাত-ভিত্তিক ফ্লাইদুবাইয়ের একটি বিমান অবতরণ করেছে।
বিজ্ঞাপন
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসফাহান এবং তাবরিজ শহর ছাড়া ইরানের অন্যসব বিমানবন্দরগুলো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির আকাশসীমা আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্যও উন্মুক্ত রয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইসফাহান এবং তাবরিজ বিমানবন্দরের অবকাঠামো মেরামতের পর এই দুটি বিমানবন্দরও দেশের বিমান পরিবহন নেটওয়ার্কে যোগ দেবে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানের পারমানবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলে হামলার পর নিরাপত্তাজনিত কারণে সবধরনের ফ্লাইট চলাচল স্থগিত এবং সবগুলো বিমানবন্দর বন্ধ ঘোষণা করে ইরানি কতৃপক্ষ।
এমএইচআর
বিজ্ঞাপন