ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান ও কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত একটি ব্রিগেডের প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (০৩ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘মেজর জেনারেল মিখাইল গুদকভ, যাকে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বোচ্চ সামরিক সম্মাননা প্রদান করেছিলেন, বুধবার কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী একটি জেলায় যুদ্ধের সময় নিহত হয়েছেন।’
বিজ্ঞাপন
এর আগে রাশিয়া ও ইউক্রেনীয় সামরিক বাহিনী সংশ্লিষ্ট একাধিক টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছিল, সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি কমান্ড পোস্টে যুক্তরাষ্ট্রের তৈরি ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। এতে রুশ নৌবাহিনীর উপপ্রধান গুদকভ-সহ অন্তত ১০ কর্মকর্তা নিহত হয়েছেন।
২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পর থেকে কিয়েভের হামলায় রাশিয়ার কমপক্ষে ১০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের হামলায় সর্বশেষ নিহত শীর্ষ কর্মকর্তা গুদকভ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি মেরিন ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছিলেন। আর এই ব্রিগেড বর্তমানে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে।
এদিকে রুশ নৌবাহিনীর শীর্ষ এই কর্মকর্তার প্রাণহানির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এমএইচআর