শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

ভলকার তুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৮:০০ এএম

শেয়ার করুন:

ভলকার তুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল ভেনেজুয়েলা

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি ভেনেজুয়েলায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করেন তুর্ক। তার কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে নির্বিচারে গ্রেফতার, গুম এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড বেড়েছে।


বিজ্ঞাপন


এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার পার্লামেন্ট তুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।

গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে তুর্ক বলেন, ভেনেজুয়েলায় গত এক বছরে বহু মানুষকে বিনা কারণে আটক করা হয়েছে। অনেককে গুম করা হয়েছে। বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে।

দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর তুর্কের প্রতিবেদনকে ‘ভেনেজুয়েলার ওপর একটি আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


বিজ্ঞাপন


জাতীয় পরিষদের স্পিকার ও মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী জর্জ রদ্রিগেজ জানান, জাতিসংঘের মানবাধিকার অফিসের সঙ্গে সরকারের সব ধরনের যোগাযোগ বন্ধ করা উচিত।

তবে এটিই প্রথম নয়। এর আগেও ভেনেজুয়েলা জাতিসংঘের মানবাধিকার দফতরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল। সূত্র: আল-জাজিরা

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর