ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি মধ্যেই আবারো নিজেদের নাগরিকদের ইরান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে চীন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, বুধবার (০২ জুলাই) তেহরানে অবস্থিত চীনা দূতাবাস এ বিষয়ে একটি নোটিশ জারি করে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও, ইরানের নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল। এ অবস্থায় চীনা নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এছাড়াও ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত অনুস্মারক কঠোরভাবে মেনে চলা, জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকা এবং সংবেদনশীল এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে বিমান হামলা শুরু করলে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ২৪ জুন থেকে কার্যকর হওয়া মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির অধীনে ১২ দিনের এই সংঘাতের অবসান ঘটে।
বিজ্ঞাপন
এরআগে ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মধ্যে ইরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয় চীনসহ বেশ কয়েকটি দেশ।
-এমএইচআর