বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

গাজায় ২৪ ঘণ্টায় ১১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

গাজায় ২৪ ঘণ্টায় ১১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নারী, শিশু, সাংবাদিকসহ আরও ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। 

মঙ্গলবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কমপক্ষে ১১৬টি মরদেহ এবং ৪৬৩ জন আহত ব্যক্তিকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।


বিজ্ঞাপন


হাসপাতাল সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন ত্রাণপ্রত্যাশীও ছিলেন।

এছাড়াও ইসরায়েলি নৌবাহিনী গাজা শহরের একটি সৈকতসংলগ্ন ক্যাফেতে হামলা চালায়, যেখানে বাস্তুচ্যুত মানুষ ও সাংবাদিকরা ইন্টারনেট ব্যবহার এবং বিশ্রামের জন্য জড়ো হয়েছিলেন। এতে অন্তত ৪০ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালযয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৬৪৭ জন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ১০৫ জনে। এরমধ্যে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরুর থেকে এ পর্যন্ত ৬ হাজার ৩১৫ জন নিহত এবং ২২ হাজার ৬৪ জন আহত হয়েছে। 

অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ২৬ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর এই ‘মৃত্যুর ফাঁদে’ প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত এবং সাড়ে চার হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়াও ৩৯ জন এখনো নিখোঁজ হয়েছেন।


বিজ্ঞাপন



-এমএইচআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর