পশ্চিম ইউরোপ জুড়ে মঙ্গলবার (১ জুলাই) তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে এবং ফ্রান্স, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন ও পর্তুগালসহ একাধিক দেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। দেশগুলোর কিছু অংশে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর জেরে বন্ধ হয়েছে আইফেল টাওয়ারও।
ফ্রান্সের একটি গণমাধ্যমে বলা হয়েছে, প্যারিসে তাপমাত্রা চরমে পৌঁছানো এবার দুই দিনের বিশ্রামে আইফেল টাওয়ার! দেশটিতে বিদ্যমান তাপপ্রবাহে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। এ কারণে ১ ও ২ জুলাই (মঙ্গলবার ও বুধবার) আইফেল টাওয়ারের শীর্ষভাগ দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দর্শনার্থী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্যারিসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে বৃহস্পতিবার পর্যন্ত আইফেল টাওয়ারের শীর্ষে ওঠা বন্ধ রাখা হয়েছে। পূর্ব বুকিং ছাড়া দর্শনার্থীদের তাদের পরিকল্পনা স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
আইফেল টাওয়ারের ১ম ও ২য় তলা এখনো দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে। আর গরমে অসুস্থতা এড়াতে, প্রাঙ্গণের বিভিন্ন অংশে পানির ফোয়ারা বসানো হয়েছে।
মেটিও-ফ্রান্স প্যারিস এবং অন্যান্য বেশ কয়েকটি বিভাগের জন্য লাল সতর্কতা জারি করেছে, ১৩০০টিরও বেশি স্কুল হয় বন্ধ রয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা জুন মাসে শুষ্ক মাটি এবং বৃষ্টিপাতের অভাবে দাবানলের ঝুঁকি বৃদ্ধির কথাও জানিয়েছে।
এমএইচটি