দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অংশ হিসেবে রাশিয়া সফরে গেছেন উত্তর কোরিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম ইল সুং মিলিটারি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কিম কুম-চোলের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মিলিটারি একাডেমি পরিদর্শন করবে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, তবে উত্তর কোরিয়া এবং রাশিয়ার সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার পিয়ংইয়ং সফর করার কয়েকদিন পর এই সফরের খবর আসলো।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
বিজ্ঞাপন
কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, এক অনুষ্ঠানে নিহত সৈন্যদের একটি কফিনের ওপর উত্তর কোরিয়ার পতাকা রেখে শ্রদ্ধা জানাচ্ছেন কিম।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে কিম জং উন এবং রাশিয়ার প্রেসেডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য হাজার হাজার সৈন্য মোতায়েন করে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় ৪ হাজার ৭০০ সৈন্য হতাহত হয়েছে, যার মধ্যে ৬০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে রাশিয়ায় আরও সেনা পাঠাতে পারে পিয়ংইং।
সূত্র: আনাদোলু
-এমএইচআর