শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক, খালি করা হচ্ছে বহু এলাকা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক, খালি করা হচ্ছে বহু এলাকা 

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরের বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ইজমিরের পাঁচটি অঞ্চলের ৪১টি বসতি থেকে ৫০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি সোমবার জানান, ইজমিরের কুইউচাক ও দোগানবেয় এলাকায় রাতভর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতির বাতাস দাবানলকে আরও ছড়িয়ে দিয়েছে। দাবানলের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা। অগ্নিনির্বাপক হেলিকপ্টার, বিমান, যানবাহন এবং এক হাজারের বেশি কর্মী দাবানল নেভানোর কাজে নিয়োজিত আছেন।


বিজ্ঞাপন


তুর্কি গণমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে ইজমির আদনান মেনদেরেস বিমানবন্দরের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছে।

প্রাদেশিক গভর্নর সুলেমান এলবান জানান, গত রোববার ইজমিরের সেফেরিহিসার এবং মেন্ডেরেস জেলার মধ্যে প্রথম আগুনের সূত্রপাত হয়, যা ১১৭ কিলোমিটার (৭৫ মাইল) বেগে বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।

gh

প্রায় একই সময়ে ইজমিরের মধ্যাঞ্চল থেকে ১৩ কিলোমিটার (৮ মাইল) দূরে গাজিমিরের একটি ল্যান্ডফিলে পৃথক আগুনের সূত্রপাত হয়, যা কাছাকাছি ওটোকেন্ট শিল্প অঞ্চলে ছড়িয়ে ফেলে, যেখানে বেশ কয়েকটি গাড়ি তৈরির কারখানা রয়েছে। 


বিজ্ঞাপন


তুর্কি চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত ফুটেজে একটি গাড়ি তৈরির কারখানায় আগুন জ্বলতে দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী ফোনে এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, উর্কমেজ গ্রামের বাসিন্দাদের তাদের ঘরবাড়ি রক্ষা করার জন্য আশেপাশের গাছ কাটতে বাধ্য করা হয়েছিল।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের উপকূলীয় অঞ্চলগুলো দাবানলে শিকার হয়েছে। গত বছরও ইজমিরের একই এলাকায় একটি বিশাল দাবানল ছড়িয়ে পড়েছিল।  জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মকাল আরও উষ্ণ এবং শুষ্ক হয়ে উঠার কারণেই বার বার এমন বিপর্যয় দেখা যাচ্ছে বলে মনে করেন বিজ্ঞানীরা। 

 


-এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর