ইরাকের কিরকুক বিমানবন্দরে সামরিক অবকাঠামোতে একাধিক রকেট আঘাত হেনেছে। সোমবার (৩০ জুন) মধ্যরাতে (রাত ১১.৩০) এ হামলায় দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন।
এছাড়া আরেকটি রকেট কিরকুক শহরের একটি বাড়িতে আঘাত হানে, এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। খবর আনাদোলু ও এএফপির।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তা বলেন, কিরকুক বিমানবন্দরের সামরিক অবকাঠামোতে দুটি কাতিউশা রকেট আঘাত হানে। এতে দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন।
এক কর্মকর্তার মতে, একটি রকেট বিস্ফোরিত হয়নি। তিনি আরও বলেন, তৃতীয় রকেটটি উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত হানে, যার ফলে বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
কিরকুকের বিমানবন্দরে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে। এদিকে এই রকেট হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
বিজ্ঞাপন
কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি এবং হামলার কারণে বিমান চলাচলও ব্যাহত হয়নি।
-এমএমএস