বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

১০০ কোটি ব্যয়ে নতুন রাস্তার মাঝখানে রয়ে গেছে গাছ, এ যেন ‘মৃত্যুফাঁদ’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

১০০ কোটি ব্যয়ে নতুন রাস্তার মাঝখানে রয়ে গেছে গাছ, এ যেন ‘মৃত্যুফাঁদ’

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের জেহানাবাদে ১০০ কোটি রুপি খরচ করে তৈরি করা নতুন রাস্তার সৌন্দর্য প্রথম দেখলে তাক লাগিয়ে দেবে। ঝকঝকে পিচের প্রলেপ, গর্তহীন দীর্ঘ পথ, দুই ধারে গাছের সারি— সব মিলিয়ে এক আদর্শ রাস্তা বলেই মনে হবে। কিন্তু একটু এগোতেই দেখা যাবে, বিপদের ফাঁদ! রাস্তার ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে একের পর এক বিশাল গাছ।

বিহারের রাজধানী পাটনা থেকে মাত্র ৫০ কিমি দূরে জেহানাবাদের পাটনা-গয়া মূল সড়কের এমনই দশা। ৭.৪৮ কিমি দীর্ঘ রাস্তাটি প্রশস্ত করার প্রকল্পে গাছগুলোকে রাস্তা মাঝখান থেকে না সরিয়েই চারদিক দিয়ে পিচ দেওয়া হয়েছে। ফলে সেই রাস্তায় চলাফেরা এখন যেন এক বাস্তব জীবনের ভিডিও গেম। ডানে-বাঁয়ে ঘুরে গাছ এড়িয়ে চালাতে হচ্ছে গাড়ি। আর তার জন্য জ্যাম তো বটেই দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।


বিজ্ঞাপন


জানা গেছে, রাস্তা প্রশস্ত করার সময় জেলা প্রশাসন বন দফতরের কাছে গাছ কাটার অনুমতি চেয়েছিল। কিন্তু তারা জানিয়ে দেয়, ১৪ হেক্টর জমির ক্ষতিপূরণ না পেলে গাছ কাটার ছাড়পত্র দেওয়া যাবে না। সেই ক্ষতিপূরণ দিতে না পেরে, প্রশাসনও অদ্ভুত এক সিদ্ধান্ত নেয়— গাছ না কেটে গাছ ঘিরেই রাস্তা বানিয়ে ফেলে তারা!

সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই গাছগুলো কোনো সোজা লাইন ধরে দাঁড়িয়ে নেই, সড়কের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। তাই ড্রাইভারদের গাড়ি চালাতে হচ্ছে গাছের ফাঁক দিয়ে ‘জিকজ্যাগ’ বা একেঁবেঁকে। 

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 


বিজ্ঞাপন


সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল


-এমএইচআর

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর