শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

১৫টি ইউরোপীয় সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

১৫টি ইউরোপীয় সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিলো রাশিয়া

ইউরোপ-ভিত্তিক ১৫টি সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে রাশিয়া। চলতি বছরের শুরুতে বেশ কয়েকটি রুশ সংবাদমাধ্যমের ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞায় প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছে মস্কো। 

সোমবার (৩০ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দীর্ঘদিন ধরে এ সংবাদমাধ্যমগুলো রাশিয়াবিরোধী খবর প্রচার করছে এবং ভুল তথ্য দিচ্ছে। একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৮টি রাশিয়ান সংবাদমাধ্যমের বিরুদ্ধে ইইউর আরোপিত বিধিনিষেধের প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়েছে, ব্রাসেলস এবং ইইউ সদস্য দেশগুলোকে বারবার সতর্ক করা হয়েছিল, রাশিয়ান সংবাদমাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং অযৌক্তিক বিধিনিষেধের প্রতিক্রিয়ার জানাবে মস্কো। এর দায় সম্পূর্ণরূপে ইইউ এবং জোটের সদস্য রাষ্ট্রগুলোর ওপরই বর্তাবে, যারা বেআইনি সিদ্ধান্তগুলোকে সমর্থন করে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইইউ যদি রুশ সংবাদমাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হয়, তাহলে রাশিয়াও তার সর্বশেষ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

তবে মস্কো কোন কোন ইউরোপীয় সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর নাম বিবৃতিতে উল্লেখ করা হয়নি। 


বিজ্ঞাপন


এরআগে ২০২৪ সালের জুনে ইইউ ভুক্ত ২৫টি দেশের ৮১টি সংবাদমাধ্যম নিষিদ্ধ করে মস্কো।  

সূত্র: তাস


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর