ভারতের দক্ষিণী রাজ্য তেলেঙ্গনায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন, যার মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর ইন্ডিয়া টুডের।
সোমবার সকালে তেলেঙ্গনার সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্প এলাকায় অবস্থিত সিগাছি রাসায়নিক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে কারখানার তিন তলা ভবন ধসে পড়ে। এসময় প্রায় ৬৫ জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন বলে জানিয়েছে কতৃপক্ষ।
বিজ্ঞাপন
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিড়িওতে দেখা যায়, বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়া পুরো এলাকাকে গ্রাস করে। এতে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দমকল বিভাগ জানিয়েছে, সকাল ৯টা ৩৭ মিনিটে বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১১টি ইঞ্জিন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের।
স্থানীয় পুলিশ সুপার সাংগারেড্ডি পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটে, তার তদন্ত শুরু হবে উদ্ধারকাজ শেষ হলেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিক কারখানায় চুল্লি ফেটে এই বিস্ফোরণ ঘটে।
বিজ্ঞাপন
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিংহ। তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন এবং আহতদের পূর্ণ চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন।
-এমএইচআর