শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

পাকিস্তানে ভোররাতে মাঝারি মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

পাকিস্তানে ভোররাতে মাঝারি মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে ভোররাতে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। রোববার (২৯ জুন) স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তানে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এটি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, ফলে কম্পনের প্রভাব ছিল তুলনামূলকভাবে বেশি।


বিজ্ঞাপন


পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কম্পনের কেন্দ্র ছিল মুসাখেল জেলার উত্তর-পূর্বে, মাটির ২৮ কিলোমিটার গভীরে। ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, কম্পনের কেন্দ্র মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল।

বিভিন্ন সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, মুসাখেলসহ আশপাশের এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোথাও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে তারা। প্রয়োজনে জরুরি সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।


বিজ্ঞাপন


এর আগে, ২০০৫ সালে ভয়াবহ এক ভূমিকম্পে আজাদ কাশ্মিরে প্রাণ হারান প্রায় ৭৩ হাজার মানুষ। ২০১৫ সালে আফগানিস্তান ও পাকিস্তানে ৭.৫ মাত্রার এক ভূমিকম্পে নিহত হয় প্রায় ৪০০ জন। ২০২১ সালের অক্টোবরে বেলুচিস্তানের হরনাই জেলায় ৫.৯ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয়েছিল অন্তত ২০ জনের। সূত্র: রয়টার্স

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর