মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হোয়াইট হাউজে তার বাবার দ্বিতীয় মেয়াদ শেষ হলে তিনি বা ট্রাম্প পরিবারের অন্য কোনো সদস্য প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
ট্রাম্প অর্গানাইজেশনের সহ-নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক বলেন, যদি তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নেন, তবে হোয়াইট হাউজের পথ অনেক সহজ হবে। খবর দ্য দ্য গার্ডিয়ানের।
বিজ্ঞাপন
ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আসল প্রশ্ন হলো আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এর মধ্যে টেনে আনতে চান?… আমি কি চাইব যে গত দশকে আমি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, আমার সন্তানরাও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হোক?
আপনি জানেন, যদি উত্তরটা হ্যাঁ হয়, আমি মনে করি রাজনৈতিক পথটা সহজ হবে, অর্থাৎ, আমি মনে করি আমি এটা করতে পারব এবং এটাও বলে রাখি আমার মনে হয় আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারবে।
অন্য ভাইবোন ডোনাল্ড জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্পের মতো না হয়ে ৪১ বছর বয়সী এরিক মূলত রাজনীতি থেকে দূরেই থেকেছেন এবং ২০১৭ সালে তার বাবা ওভাল অফিসে প্রবেশ করার পর থেকে পারিবারিক ব্যবসা পরিচালনার দিকেই মনোযোগ দিয়েছেন।
তবে মনে হচ্ছে তিনি এই পুরো সময়টা রাজনীতির দিকে এক চোখে নজর রেখেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও জিওপি (রিপাবলিকান পার্টি) মনোনয়নের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
কিন্তু ২০২৪ সালই ব্যালটে ট্রাম্প পরিবারের জন্য শেষ নির্বাচন হবে কিনা জানতে চাইলে এরিক ট্রাম্প বলেন, “আমি জানি না… সময়ই বলে দেবে। কিন্তু শুধু আমিই নই, আরও অনেকে আছে।
তিনি আরও বলেন, প্রশ্ন হলো আপনি কি এটা করতে চান? আপনি যাদের ভালোবাসেন, তাদের কি এই সিস্টেমের নৃশংসতার শিকার করতে চান? আমি এখনো এই প্রশ্নের উত্তর দিতে পারব কিনা, সে বিষয়ে নিশ্চিত নই।
প্রেসিডেন্টের ছেলে তার পরিবারের বিরুদ্ধে প্রেসিডেন্সি থেকে লাভবান হওয়ার সমালোচনারও জবাব দিয়েছেন। হোয়াইট হাউজ তার পরিবারের অর্থ উপার্জনের আরেকটি মাধ্যম হয়ে উঠেছে কিনা জানতে চাইলে তিনি দৃঢ়ভাবে তা অস্বীকার করেন।
এরিক বলেন, যদি এমন কোনো পরিবার থাকে যারা রাজনীতি থেকে লাভবান হয়নি, তবে তা হলো ট্রাম্প পরিবার।
-এমএমএস