শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৯ ইরানি সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৯ ইরানি সাংবাদিক

ইরানের একটি সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে দেশটির নয়জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

বাসিজ মিডিয়া অর্গানাইজেশনের প্রধান মোর্তেজা কার আমুজিয়ান শনিবার (২৮ জুন) তেহরানে এক সাক্ষাৎকারে বলেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ ও টার্গেট হামলায় দেশের নয়জনেরও বেশি সাংবাদিক শহীদ হয়েছেন।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘১২ দিনের এই যুদ্ধে ১০ জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছেন। তাদের চিকিৎসা এখনও চলছে।’

কার আমুজিয়ান আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সংবিধির ৮ অনুচ্ছেদ, অনুচ্ছেদ ২ অনুযায়ী, সাংবাদিকদের উপর আক্রমণ একটি যুদ্ধাপরাধ। এই মিডিয়া বিরোধী অপরাধকে বিশ্ব মিডিয়ার উপেক্ষা করা উচিত নয়। বাসিজ মিডিয়া অর্গানাইজেশন সংশ্লিষ্ট সংস্থাগুলির সহযোগিতায় এই ধরনের হামলার পিছনে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আইনি এবং আন্তর্জাতিক বিচারের চেষ্টা করবে। সূত্র: মেহর নিউজ

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর