শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

মাঝ আকাশে হঠাৎ মারা গেলেন বিমানের ক্রু ম্যানেজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৯:১২ এএম

শেয়ার করুন:

মাঝ আকাশে হঠাৎ মারা গেলেন বিমানের ক্রু ম্যানেজার

মাঝ আকাশে হঠাৎ করে সৌদিয়া এয়ারলাইন্সের ক্রু ম্যানেজারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিমানটি জেদ্দা থেকে উড্ডয়নের পর ওই ক্রু অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি মারা যান। 

তিনি লন্ডনগামী বিমানটির ক্রু ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। খবর খালিজ টাইমসের।


বিজ্ঞাপন


সৌদিয়ার এসভি১১৯ ফ্লাইটটি জেদ্দা থেকে লন্ডনে যাচ্ছিল। ক্রু অসুস্থ অনুভব করলে বিমানটি মিসরের রাজধানী কায়রোতে জরুরি অবতরণ করে। 

কায়রোতে নামার পর জানা যায় মোহসিন বিন সায়েদ আলজাহরানি নামে ওই ক্রুর মৃত্যু হয়েছে।

বিমানে হঠাৎ করে কারও মৃত্যু হলে জরুরি অবতরণ করে। ২০২৪ সালের অক্টোবরে তার্কিস এয়ারলাইন্সের এক পাইলটের মাঝ আকাশে মৃত্যু হয়। ওই সময় বিমানটি নিউইয়র্কে জরুরি অবতরণ করে।


বিজ্ঞাপন


-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর