শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

অস্ত্র সংকটে থাকা ইসরায়েলে সামরিক সরঞ্জাম নিয়ে গেল ১৭টি বড় বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

অস্ত্র সঙ্কটে থাকা ইসরায়েলে সামরিক সরঞ্জাম নিয়ে গেল ১৭টি বড় বিমান

ইরানের সঙ্গে ইসরায়েল সরকারের যুদ্ধবিরতির পর সামরিক সরঞ্জাম বহনকারী ১৭টি পশ্চিমা সামরিক পরিবহন বিমান অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে পৌঁছেছে। এই খবর দিয়েছে মেহর নিউজ।

স্থানীয় আরব মিডিয়াগুলো জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর পশ্চিমারা ইহুদিবাদী সরকারকে ব্যাপক সামরিক সহায়তা দিচ্ছে।


বিজ্ঞাপন


ইরাকি সংবাদমাধ্যম ‘নায়া’ অধিকৃত ফিলিস্তিনের আকাশসীমায় প্রবেশকারী বিমানের একটি মানচিত্র প্রকাশ করে। পত্রিকাটি লিখেছে, ‘এখন পর্যন্ত ১৭টি ভারী সামরিক পরিবহন বিমানসহ বিপুল পরিমাণ পশ্চিমা অস্ত্র ইহুদিবাদী সরকারের কাছে পাঠানো হয়েছে।

অস্ত্র হস্তান্তরের বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয় নাই।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, ইরানের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে।

মার্কিন প্রশাসনের অজ্ঞাতনামা দুই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনেটিতে বলা হয়, ইসরায়েলের অস্ত্রভাণ্ডারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদের সংকট দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


এছাড়া আরও তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন ‘গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রে বিশেষভাবে কমতি’ অনুভব করছে। তবে ইসরায়েল তাদের অস্ত্র ঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এমন সময় এই তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, প্রতিবছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। ইরানের হামলার সময় ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সহায়তা করেছে বলেও এনবিসি জানিয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর