শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

পাকিস্তানের চর সন্দেহে ভারতের নৌবাহিনীর কর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের চর সন্দেহে ভারতের নৌবাহিনীর কর্মী গ্রেফতার

ভারতের নৌবাহিনীর সদর দপ্তর থেকে এক কর্মীকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বিশাল যাদব।

তিনি ভারতীয় নৌবাহিনীর সদরদপ্তরের একজন ক্লার্ক এবং হরিয়ানা রাজ্যের বাসিন্দা। বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমটি বলছে, রাজস্থানের পুলিশের গোয়েন্দা শাখা (সিআইডি ইনটেলিজেন্স) তাকে দিল্লি থেকে গ্রেফতার করে। 

তদন্তকারীদের দাবি, বিশাল যাদব দীর্ঘদিন ধরেই পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রেখে গোপন প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচার করছিলেন।

আরও পড়ুন: 

এমনকি সম্প্রতি পাকিস্তানি ভূখণ্ডে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ চলাকালীনও তিনি তথ্য ফাঁস করেছেন বলে দাবি করা হয়েছে।


বিজ্ঞাপন


তদন্তে জানা গেছে, বিশালের মোবাইল ফোনে এমন বহু তথ্য পাওয়া গেছে, যেগুলো ভারতের নৌবাহিনী ও অন্য প্রতিরক্ষা ইউনিট সংক্রান্ত এবং অত্যন্ত গোপনীয়। 

তিনি এই তথ্য পাচার করেছেন এক পাকিস্তানি নারী হ্যান্ডলারের কাছে, যিনি নিজেকে সোশ্যাল মিডিয়ায় ‘প্রিয়া শর্মা’ নামে পরিচয় দেন। বিনিময়ে তিনি বিশালকে অর্থ দিতেন।

আরও পড়ুন: 

পুলিশ জানায়, বিশাল মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। ধারণা করা হচ্ছে, তিনি অনলাইন গেম খেলায় আসক্ত ছিলেন এবং আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতেই এই বেআইনি পথে হেঁটেছেন।

এছাড়া তার কাছে ওই টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পৌঁছাতো এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেও অর্থ এসেছে বলে গোয়েন্দারা জানিয়েছেন। বিশালকে বর্তমানে জয়পুরে ভারতের একাধিক গোয়েন্দা সংস্থা যৌথভাবে জিজ্ঞাসাবাদ করছে।

কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, কারা আরও এই চক্রের সঙ্গে জড়িত এবং এই নেটওয়ার্ক কতটা বিস্তৃত তা জানার চেষ্টা চলছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর