শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় আরও তিন ধাপ পেছাল ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় আরও তিন ধাপ পেছাল ঢাকা

বিশ্বের বসবাসযোগ্য ১৭৩টি শহরের তালিকায় তিন ধাপ পিছিয়ে ১৭১ তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই তালিকায় ঢাকার পরেই ১৭২তম অবস্থানে রয়েছে লিবিয়ার রাজধানী লিবিয়া। আর সর্বনিম্ন ১৭৩তম অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।

গত ১৬ জুন প্রকাশিত যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের সহযোগী গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৫ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।  


বিজ্ঞাপন


স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশসহ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে এই তালিকাটি করে থাকে ইআইইউ। 

প্রতিবেদনে দেখা গেছে, মোট ৪১.৭ পয়েন্ট নিয়ে ১৭১তম অবস্থানে থাকা ঢাকার পাঁচটি মানদণ্ডে স্কোর যথাক্রমে- স্থিতিশীলতা ৪৫, স্বাস্থ্যসেবা ৪১.৭, সংস্কৃতি ও পরিবেশ ৪০.৫, শিক্ষা ৬৬.৭ এবং অবকাঠামো ২৬.৮। গত বছর ঢাকার অবস্থান ছিল ১৬৮তম। 

index

এবারের তালিকায় সবচেয়ে বাসযোগ্য শহরের শীর্ষে উঠে এসেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। শহরটির মোট স্কোর ৯৮। এরমধ্যে স্থিতিশীলতা, অবকাঠামো ও শিক্ষায় পূর্ণ ১০০ নম্বর পেয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবায় ৯৫.৮ এবং সংস্কৃতি ও পরিবেশে ৯৫.৪ স্কোর করেছে ড্যানিস রাজধানী। 


বিজ্ঞাপন


এদিকে টানা তিন বছর শীর্ষ অবস্থানে থাকা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নেমে গেছে দ্বিতীয় স্থানে। এরপর রয়েছে যথাক্রমে  সুইজারল্যান্ডের জুরিখ (০৩), অস্ট্রেলিয়ার মেলবোর্ন (০৪), সুইজারল্যান্ডের জেনেভা(০৫), অস্ট্রেলিয়ার সিডনি (০৬), জাপানের ওসাকা (০৭), নিউজিল্যান্ডের অকল্যান্ড(০৮), অস্ট্রেলিয়ার অ্যাডিলেট (০৯) এবং কানাডার ভ্যাংকুভার (১০)।

index2

অন্যদিকে, শেষের দিক ১০ শহরের মধ্যে যথাক্রমে রয়েছে- সিরিয়ার রাজধানী দামেস্ক (১৭৩), লিবিয়ার রাজধানী লিবিয়া (১৭২), বাংলাদেশের রাজধানী ঢাকা (১৭১),  পাকিস্তানের করাচি (১৭০), আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স (১৬৯), নাইজেরিয়ার লাগোস (১৬৮), জিম্বাবুয়ে রাজধানী হারারে (১৬৭), পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরেসবি (১৬৬), ইউক্রেনের রাজধানী কিয়েভ (১৬৫), ভেনেজুয়েলা রাজধানী কারাকাস (১৬৪)।


এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর