রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসরায়েল ও ইরান সমানভাবেই যুদ্ধ বন্ধ চেয়েছিল, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

ইসরায়েল ও ইরান সমানভাবেই যুদ্ধ বন্ধ চেয়েছিল, দাবি ট্রাম্পের

ইসরায়েল ও ইরান উভয়েই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।  


বিজ্ঞাপন


ট্রাম্প বলেন, ‘ইসরায়েল এবং ইরান উভয়ই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল! ইরানের সব পারমাণবিক স্থাপনা এবং সক্ষমতা ধ্বংস করা এবং তারপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য বড় সম্মানের ছিল!’

গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র— ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে সফলভাবে হামলা চালিয়েছে। 

এদিকে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় সোমবার সন্ধ্যায় কাতারে মার্কিন সামরিক বাহিনীর আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলা চালানো হয়, কিন্তু এতে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে এদিন রাতেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। 

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে লঙ্ঘন করবেন না।’ 


বিজ্ঞাপন



এমএইচআর 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর