সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুয়েত ও বাহরাইন তাদের আকাশপথ খুলে দিল 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

কুয়েত ও বাহরাইন আকাশপথ খুলে দিল 

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর বন্ধ করে দেওয়া মধ্যপ্রাচ্যের দুই দেশ কুয়েত ও বাহরাইন তাদের আকাশপথ খুলে দিয়েছে। দেশ দুটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। খবর বিবিসির।


বিজ্ঞাপন


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি চালু রয়েছে।

এর আগে কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। 

কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানি হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।


বিজ্ঞাপন


সোমবার কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার আগে দেশটিকে অবহিত করেছিল তেহরান। 

তিন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য প্রাণহানি কমানোর জন্য কাতারের কর্মকর্তাদের এ হামলার তথ্য আগেই জানিয়ে দিয়েছিল তেহরান। 

প্রতিবেদন বলা হয়, ইরান চেয়েছিল পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ নিতে; একইসঙ্গে পরিস্থিতি যাতে সহজে শান্ত করা যায়, সেই নিশ্চয়তাও রাখতে চেয়েছিল।  

এর আগে ২০২০ সালে কাসেম সোলাইমানির হত্যার জবাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেও ইরাক সরকারকে অবহিত করেছিল ইরান।

-এমএমএস 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর