যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে সাইরেন বাজছে।
মঙ্গলবার (২৪ জুন) ভোরে আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে যে, কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ডের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা।
বিজ্ঞাপন
ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, ইরানের সামরিক অভিযান তেহরান সময় ভোর ৪টা পর্যন্ত চলেছে।
এদিকে পরমাণু কর্মসূচির সাথে যুক্ত উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ রেজা সেদ্দিকি সাবেরকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম।
দেশটির সরকারি সংবাদমাধ্যম ইরান নিউজপেপার জানিয়েছে, গত রাতে গিলান প্রদেশের আস্তানেহ আশরাফিয়া শহরে ইসরায়েলি হামলায় সেদ্দিকি সাবেরকে লক্ষ্যবস্তু করা হয়।
বিজ্ঞাপন
দুই মাস আগে, মার্কিন ট্রেজারি বিভাগ পারমাণবিক অস্ত্র বিস্তারের অভিযোগে সেদ্দিকি সাবেরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ইরানের পার্লামেন্টে তেহরানের প্রতিনিধি হামিদ রাসাই সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুসারে, নেতৃত্বের অন্যতম ক্ষমতা হলো যুদ্ধ এবং শান্তি ঘোষণা করা।’
এরপর তিনি উপসংহারে পৌঁছান যে ‘এটি মেনে নেওয়া রাষ্ট্রনায়ক বা সামরিক কমান্ডারদের ওপর নির্ভর করে না।’
রাসাই বলেন, ‘ট্রাম্প দাবি করেছেন যে ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং কিছু লোক তা বিশ্বাস করেছে!’
তেহরানের প্রতিনিধি এই বলে শেষ করেন, ‘নেতৃত্ব আরও ঘোষণা করেছেন- চাপিয়ে দেওয়া যুদ্ধের পক্ষে নয়, চাপিয়ে দেওয়া শান্তির পক্ষেও নয়।’ সূত্র: বিবিসি
জেবি
