যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে প্রতিবেদন করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি'র সাথে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ফার্সকে জানিয়েছে, ‘ইরান এখনো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং 'কয়েক ঘণ্টার মধ্যে' একটি প্রতিক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের কাছে ঘোষণাটি মিথ্যা বলে প্রমাণ করবে।’
বিজ্ঞাপন
সূত্রটি ফার্সকে আরও জানিয়েছে, দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের ‘অপমান’ থেকে ‘মানুষের দৃষ্টি’ সরাতে এই ঘোষণাটি আমেরিকার একটি প্রচেষ্টা।
তবে বিবিসির খবরে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে স্থানীয় সময় ভোর ৪টার দিকে বিস্ফোরণ ও প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ বন্ধ হয়ে যায় এবং লড়াইয়ের কোনো শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন তেহরানের প্রত্যক্ষদর্শীরা। এর আগে তেহরান, কারাজ এবং রাশত শহরে সবচেয়ে জোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেছেন, ‘আগ্রাসনের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।’
বিজ্ঞাপন
‘সমস্ত ইরানি এবং আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত থাকে এবং যারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যেকোনো আক্রমণের জবাব দেয়।’
তেহরানের স্থানীয় সময় ভোর ৪টা, ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে ইসরায়েলকে এই সময় বেঁধে দিয়েছিলেন আরাঘচি।
ইসরায়েল এই সময়সীমা অনুসরণ করলে ‘এর পরে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই’ বলে আগের বিবৃতিতে জানিয়েছিলেন তিনি।
জেবি

