রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুদ্ধবিরতি ঘোষণার পর হু হু করে কমছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

oil
তেলের দাম ক্রমাগত কমছে। ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধে বিরতি ঘটছে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের এমন ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত কমছে।

বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও ৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৮ ডলারের কাছাকাছি হয়েছে, যা সোমবারের ট্রেডিং সেশনে ৭ শতাংশ কমারই ধারাবাহিকতা। খবর বিবিসির। 


বিজ্ঞাপন


তেলের দাম এখন ১২ই জুন থেকেও কম, যেদিন ইসরায়েল প্রথম ইরানে আক্রমণ শুরু করেছিল।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোও ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন

যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতিতে সম্মত ইরান-ইসরায়েল: ট্রাম্প

এর আগে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আগামী ৬ ঘণ্টার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে। 


বিজ্ঞাপন


সামাজিকমাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরায়েল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে হয়েছে যে, আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান এবং ইসরায়েল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচনা করা হবে।’

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর