রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় নাগরিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় নাগরিক গ্রেফতার

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে দেশটির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানি টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।


বিজ্ঞাপন


ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ইউরোপীয় নাগরিককে গ্রেফতারের খবর জানিয়েছে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ইউরোপীয় নাগরিক ‘পর্যটক’ হিসেবে ইরানে প্রবেশ করেছিলেন। তার লক্ষ্য ছিলো নেটওয়ার্ক স্থাপন করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং ইরানি আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিষ্ক্রিয় করা।

তবে ওই ব্যক্তির জাতীয়তা এবং ইরানে প্রবেশের তারিখ এখনও প্রকাশ করে ইরান।

এর আগে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে ইরান। গত শনিবার (২১ জুন) ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) পরিচালিত সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।


বিজ্ঞাপন


গুপ্তচরবৃত্তির পাশাপাশি তাদের বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে। তবে ওই প্রতিবেদনে গ্রেফতারকৃতদের পরিচয় ও অপরাধের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর