শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেহরানে এভিন কারাগার ও মিলিশিয়া সদর দফতরে ইসরায়েলের হামলা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

তেহরানে এভিন কারাগার ও মিলিশিয়া সদর দফতরে ইসরায়েলের হামলা 

ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগার ও বাসিজ মিলিশিয়া সদর দফতরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

সোমবার (২৩ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ তথ্য জানান।  


বিজ্ঞাপন


তিনি বলেন, তেহরানে ইরানি সরকারের কিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের টার্গেটে বাসিজের সদর দফতর অন্তর্ভুক্ত রয়েছে। এটি একটি মিলিশিয়া বাহিনীর সদর দপ্তর। প্রায়শই বিক্ষোভ দমনের জন্য এই মিলিশিয়া বাহিনী ব্যবহার করে ইরানি সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, তেহরানের ফিলিস্তিন স্কয়ারে 'ইসরায়েলের ধ্বংস' ঘড়ি (২০১৭ সালে স্থাপিত এই ঘড়িটি ২০৪০ সালের মধ্যে ইসরায়েলের পতনের ক্ষণ গণনা করে) বিপ্লবী গার্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর, আদর্শ সদর দপ্তর এবং অন্যান্য সরকারি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

কাৎজ আরও বলেন, এভিন কারাগারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে যেখানে রাজনৈতিক বন্দি এবং ‘শাসনামলে শত্রুদের’ বন্দি করে রাখা হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কারাগারের প্রবেশ পথে একটি বিস্ফোরণের ভিডিও ফুটেজ নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, মনে হচ্ছে এভিন কারাগারের প্রবেশপথটি ড্রোন অথবা সীমিত বিস্ফোরক ব্যবহার করে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে কারাগার থেকে কেউ পালিয়ে যাওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে, ইরানের বিচার বিভাগ তেহরানের এভিন কারাগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে ‘প্রজেক্টাইল কারাগারে আঘাত করেছে এবং এতে কারাগারের কিছু অংশের ক্ষতি হয়েছে। কিন্তু পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে রয়েছে’ বলে জানিয়েছে বার্তা সংস্থা ফার্স।

সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর