শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

রোববার (স্থানীয় সময়) দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ সতর্কতা জারি করে। এতে বলা হয়, সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে। কখনো কখনো আকাশপথও বন্ধ করে দেওয়া হচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ বা হামলার আশঙ্কা রয়েছে।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন নাগরিকদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে— তারা যেন বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ নিরাপত্তা তথ্য এবং ভ্রমণ সতর্কতা পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেখে নেন।

এই সতর্কতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দেশটির অভ্যন্তরেও উচ্চমাত্রার হুমকির বিষয়ে সতর্কতা দিয়েছে।

তারা বলেছে, ইরানে মার্কিন হামলার পর থেকে সাইবার হামলা এবং ‘লোন উলফ’ ধরনের একক হামলার ঝুঁকি বেড়েছে। এ ধরনের হামলায় ব্যক্তি বিশেষ নিজ উদ্যোগে সহিংসতার পথ বেছে নেয়।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর