মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আলী মৌসাভি।
বিবিসির লরা কুয়েনসবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
মৌসাভি বিবিসিকে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানে রাতভর যে হামলা চালিয়েছে, তা জাতিসংঘ সনদের প্রতি অসম্মান এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
সাক্ষাৎকারে মৌসাভি আরও বলেন, এ হামলা ইরানের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন।
তবে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান তিনি।
লরা কুয়েনসবার্গ জিজ্ঞাসা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার আক্রমণ করলে ইরান কি তার পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগ করবে এবং ইসরায়েলের সঙ্গে তার সংঘাতের অবসান ঘটাবে?
বিজ্ঞাপন
উত্তরে মৌসাভি বলেন, ইরান ও আমেরিকা পারমাণবিক আলোচনার মাঝামাঝি অবস্থানে রয়েছে।
একইসঙ্গে তিনি বলেন, ‘ইসরায়েলি শাসকগোষ্ঠী আমাদের ওপর আক্রমণ করেছে।’
গত সপ্তাহে উভয়পক্ষের বেসামরিক ক্ষয়ক্ষতি নিয়ে কুয়েনসবার্গ তাকে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘আমরা আত্নরক্ষা করছি।’
এমএইচটি

