ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র সফল হামলা চালিয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে— ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের এসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করেছে।
শনিবার দিবাগত রাত (২২ জুন ভোরে) চালানো ওই হামলায় মূলত তিনটি স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—লক্ষ্যবস্তু ছিল বলে জানান ট্রাম্প।
বিজ্ঞাপন
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা চালিয়েছি। এখন সব মার্কিন বিমান ইরানের আকাশসীমা ত্যাগ করেছে এবং নিরাপদে ফিরে এসেছে।
ট্রাম্প পোস্টের সঙ্গে একটি ওপেন-সোর্স গোয়েন্দা সংস্থার তথ্যও শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে—‘ফোরদো স্থাপনাটি আর নেই।’
বিশ্লেষকদের মতে, ফোরদো হলো ইরানের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রগুলোর একটি। এটি কোম প্রদেশের পাহাড়ি অঞ্চলে ভূগর্ভস্থভাবে নির্মিত, যাতে করে বাইরের আক্রমণ থেকে এটি সুরক্ষিত থাকে। বহু বছর ধরেই ইসরায়েলের অন্যতম প্রধান টার্গেট হিসেবে বিবেচিত হয়ে আসছে এই কেন্দ্রটি।
গত ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে, ইসরায়েল একাধিকবার ফোরদোকে হামলার লক্ষ্যবস্তু করেছিল। তবে পূর্ববর্তী হামলাগুলোর তেমন কোনো কার্যকর ফল আসেনি বলে ধারণা করা হতো। এবার ট্রাম্প সরাসরি দাবি করলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে এই স্থাপনাটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
বিজ্ঞাপন
তবে এই হামলার বিষয়ে এখনো ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) থেকেও কোনো স্বাধীন বিবৃতি দেওয়া হয়নি।
এইউ

