রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৪৭০টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

iran-israel conflict
ছবি: জেরুজালেম পোস্ট

আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরান ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে সংঘাত। গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা করছে দুই দেশই। এতে বিপুল ক্ষতি হচ্ছে ইরান ও ইসরায়েল। আঞ্চলিক এই সংঘাতের ছাপ পড়েছে গোটা বিশ্বেই। সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান-ইসরায়েল সংঘাতের সব খবর জানতে যুক্ত থাকুন ঢাকা মেইল লাইভে...

  1. দশম পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান

    ইসরায়েলি হামলায় আরও একজন ইরানি পরমাণু বিজ্ঞানী মারা গেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ফলে সরকারিভাবে পরমাণু বিজ্ঞানী মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

    শনিবার (২১ জুন) এক প্রতিবেদিনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    ইসার তাবাতাবেই ঘোমশেহ নামের ওই বিজ্ঞানীর মৃত্যুর খবর প্রথমে তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে ঘোষণা করা হয়েছিল, যেখানে তিনি একজন সাবেক ছাত্র ছিলেন।

    বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে বলা হয়েছে, তাকে ‘গত সপ্তাহের শেষের দিকে’ তার স্ত্রী মানসুরেহ হাজিসালেমের সঙ্গে তার বাড়িতে হত্যা করা হয়েছে।

    এর আগে, আরও নয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইরান।

  2. ৪৭০টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

    ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরানের ছোড়া ৪৭০টিরও বেশি ড়্রোন ভূপাতিত করেছে তাদের বিমান বাহিনী। এরমধ্যে শুক্রবার রাতভর প্রায় ৪০টি ইরানি ড্রোন ভূপাতিত করার হয়েছে। 

    সামরিক বাহিনীর এক বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ১৩ জুন থেকে ইসরায়েল ১ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে এসব ড্রোনের ৯৯ শতাংশই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। এতে জর্ডানের মতো অন্যান্য দেশও ইসরায়েলকে সহযোগিতা করেছে। 

    টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার রাতে ড্রোন ভূপাতিত করার পাশপাশি ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইসফাহানে একটি টুইন-ব্যারেলড ড্রোন লঞ্চারেও হামলা চালিয়েছে।

  3. ইরানের আরেকটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলের হামলা

    ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কারখানা হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। 

    শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ধ্বংস হওয়া সেই কারখানার ছবি শেয়ার করে আইডিএফের মুখপাত্র আভিচায়ে আদ্রাই বলেন, ‘ছবিতে ধ্বংস হয়ে যাওয়া যে স্থাপনাটি দেখা যাচ্ছে, সেটির দুটি ইউনিট ছিল। একটিতে ইউরেনিয়াম পরিশুদ্ধ করা হতো, অপরটিতে সেন্ট্রিফিউজ উৎপাদন করা হতো। দুই ইউনিটই ধ্বংস করা হয়েছে।’

    এরআগে গত বুধবার (১৮ জুন) ইরানের রাজধানী তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।

    centi

    সেন্ট্রিফিউজ হলো সেই যন্ত্র, যা ইউরেনিয়াম সমৃদ্ধ করে। আরও নির্দিষ্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র বানানো যায়।

  4. তিনজন উত্তরসূরি বেছে নিয়েছেন খামেনি

    ইসরায়েলের হত্যার হুমকির মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তারা সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনকে মনোনীত করেছেন।

    পরিকল্পনার সঙ্গে পরিচিত তিনজন ইরানি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি সুরক্ষিত বাঙ্কারে লুকিয়ে থাকা অবস্থায় খামেনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি ইসরায়েলি হামলায় নিহত দেশটির র্শীষ সামরিক কমান্ডারদের শূন্য স্থান পূরণের জন্য নতুন কর্মকর্তাদের তালিকাও তৈরি করেছেন তিনি।

  5. ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল

    ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একাধিক শহরে দেশটির সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

    শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করছে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান। 

    এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহভাজ শহর এবং মাহশাহর বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ওই এলাকাগুলোতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

  6. ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: ম্যাক্রোঁ

    ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

    শনিবার (২১ জুন) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলার পর এ মন্তব্য করেন তিনি।

    সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে ম্যাক্রোঁ বলেছেন, ‘আমি দাবি করছি- ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং এর উদ্দেশ্য শান্তিপূর্ণ কিনা সে নিশ্চয়তাও তাদেরকেই দিতে হবে।’

    তিনি আরও বলেন, ‘সংঘাত বন্ধ করে বড় বিপদ এড়ানোর অবশ্যই উপায় আছে, আমরা ইরানের সঙ্গে ফ্রান্স এবং ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে আলোচনা ত্বরান্বিত করব।’

    এর আগে ম্যাক্রোঁ জানিয়েছিলেন, ইউরোপ ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ত্বরান্বিত করতে রাজি আছেন তিনি।

  7. ইন্টারনেটের গতি স্বাভাবিক করার ঘোষণা ইরানের

    ইসরায়েলের সম্ভাব্য সাইবার আক্রমণের উদ্বেগ জানিয়ে ইন্টারনেটের গতি কমিয়ে দেয় ইরান। তবে আজ শনিবার রাতে (২১ জুন) ইন্টারনেটের গতি স্বাভাবিক করার ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে ইরানের যোগাযোগ মন্ত্রণালয়। 

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ তথ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাত ৮টার মধ্যে দেশজুড়ে আন্তর্জাতিক ইন্টারনেটের অ্যাক্সেস সম্পূর্ণরূপে পুনরুদ্ধার হবে।

    বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, প্রায় ৬২ ঘণ্টা বিচ্ছিন্ন রাখার পর দেশটিতে ইন্টারনেট সংযোগ আংশিকভাবে চালু করেছে ইরান সরকার। সংস্থাটি জানিয়েছে, কিছু এলাকায় ইন্টারনেট সেবা এখনও ব্যাহত হচ্ছে এবং সংযোগ এখনো স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।

  8. ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

    তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরায়েলের হামলার লক্ষ্য হলো ‘আলোচনাকে নস্যাতের’ চেষ্টা।

    তুরস্কের রাজধানী ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি ইসরায়েলের হামলাকে "সরাসরি ডাকাতি" উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

    তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা ‘এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা।’

    এরদোয়ান বলেন, ‘১৩ জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর