শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেহরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

তেহরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

ইরান-ইসায়েলের ক্রমবর্ধমান সংঘাতের জেরে ইরানের রাজধানী তেহরানে নিজেদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা ইরান থেকে আমাদের কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।’


বিজ্ঞাপন


বিবৃতিতে আরও বলা হয়, ‘কর্মী সরিয়ে নিলেও দূতাবাস দূরবর্তীভাবে কাজ চালিয়ে যাচ্ছে’।

এরআগে এই সপ্তাহের শুরুতে নিরাপত্তা উদ্বেগের কারণে ইসরায়েল থেকেও দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নিয়েছিল যুক্তরাজ্য।

এছাড়াও ইরান-ইসায়েলের ক্রমবর্ধমান সংঘাতের জেরে তেহরানে নিজেদের দূতাবাস সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করছে ছয়টি দেশ। তেহরানে দূতাবাস কার্যক্রম স্থগিত করা দেশগুলোর মধ্যে রয়েছে- বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।


বিজ্ঞাপন


সূত্র: বিবিসি

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর