শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এক সপ্তাহ আগে ইরানে ইসরায়েলের হামলার পর এটি পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক। এতে অংশ নিয়েছেন যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং ইইউর শীর্ষ কূটনীতিকরা। 

রয়টার্স জানায়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তৃতা দেওয়ার পরই জেনেভায় অনুষ্ঠানস্থলে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।


বিজ্ঞাপন


বৈঠকের আগে আরাঘচি বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করার কিছু নেই’, তবে অন্যদের সঙ্গে সংলাপের জন্য উন্মুক্ত ইরান। 

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহর নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইরান কখনই তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও এর সক্ষমতা নিয়ে কোনো ধরনের আলোচনায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আরাঘচি। তার ভাষায়, এ বিষয়টি আলোচনার ঊর্ধ্বে।

প্রতিবেদন অনুযায়ী, আরাঘচি শুক্রবার আইআরআইবি-র সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, আমেরিকানরা এখন পর্যন্ত ইরানের সঙ্গে গুরুতর আলোচনার আহ্বান জানিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে, ইরান তাদের সঙ্গে কথা বলবে না। কারণ তারা ইসরায়েলি সরকারের ক্রমবর্ধমান অপরাধের সহযোগী।


বিজ্ঞাপন


ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গেও দেখা করার কথা রয়েছে আরাগচির।

এদিকে জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, শুক্রবার ইউরোপীয় ও ইরানি মন্ত্রীদের মধ্যে বৈঠক থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে প্রকৃত প্রচেষ্টা চায় ইসরায়েল।

জাতিসংঘে সাংবাদিকদের ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, ‘আমরা গত কয়েক দশক ধরে কূটনৈতিক আলোচনা দেখেছি, যেগুলোর ফলাফল শূন্য। যদি ইরানের  পারমাণবিক কর্মসূচি বন্ধের জন্য সত্যিকারের প্রচেষ্টা করা হয়, তবে আমরা বিবেচনা করতে পারি, কিন্তু যদি এটি অন্য একটি অধিবেশন এবং বিতর্কের মতো হয়, তবে এটি কাজ করবে না।’

সূত্র: আলজাজিরা, বিবিসি

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর