লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানিয়েছে, শুক্রবার ভোরে দক্ষিণ লেবাননের টায়ার জেলার আল-আব্বাসিয়েহ শহরে লিতানি নদী এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলায় হিজবুল্লাহর ফায়ারপাওয়ার ইউনিটের কমান্ডার মোহাম্মদ খাদের আল-হুসেইনি নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
ইসরায়েলি বাহিনীর দাবি, নিহত হুসেইনি সাম্প্রতিক সংঘাতে উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা এবং অন্যান্য শহরগুলোতে অসংখ্য রকেট হামলার নেতৃত্ব দিয়েছিলেন।
সম্প্রতি তিনি হিজবুল্লাহর রকেট আর্টিলারি ক্ষমতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় জড়িত ছিলেন বলেও জানায় আইডিএফ।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
বিজ্ঞাপন
এমএইচআর

