রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরানে ইসরায়েলি হামলার নিন্দায় উত্তর কোরিয়া ‘ক্ষমার অযোগ্য অপরাধ’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ০৮:২৪ এএম

শেয়ার করুন:

ইরানে ইসরায়েলি হামলার নিন্দায় উত্তর কোরিয়া ‘ক্ষমার অযোগ্য অপরাধ’

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি একে ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’ এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা ছিল সম্পূর্ণ বিনা উসকানিতে চালানো সামরিক আগ্রাসন। উত্তর কোরিয়া এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল বেসামরিক মানুষ হত্যা করে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে। এটি এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস, যা গোটা মধ্যপ্রাচ্যকে নতুন এক সর্বাত্মক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এমন কর্মকাণ্ড শুধু নিন্দনীয়ই নয়, বরং মানবতার জন্য মারাত্মক হুমকি।

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে এবং সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর