রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প-মোদির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে ট্রাম্প-মোদির ফোনালাপ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বুধবার (১৮ জুন) টেলিফোনে এক আলোচনা হয়েছে। একই দিনে ওয়াশিংটনের ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির। তার আগেই ভারত আর যুক্তরাষ্ট্রের দুই নেতার মধ্যে কথা হলো।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ট্রাম্প ও মোদি তাদের আলোচনার সময়ে ইরান-ইসরায়েল চলমান সংঘর্ষ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তবে দুই নেতার মধ্যে প্রায় ৩৫ মিনিট আলোচনা হয় মূলত ভারতের ‘অপারেশন সিন্দুর’ নিয়ে।


বিজ্ঞাপন


বিবৃতিতে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘পহেলগামে ২২শে এপ্রিল সন্ত্রাসী হামলার পরে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেদিন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সমর্থনের কথাও জানিয়েছিলেন। তারপরে দুই নেতার মধ্যে এই প্রথম কথা হল। এ কারণেই প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত জানিয়েছেন।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে দুই জনের একসঙ্গে মধ্যাহ্ন ভোজ যোগ দেওয়ার কথা রয়েছে। তবে গণমাধ্যম কর্মীদের ওই বৈঠকে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

 


বিজ্ঞাপন


গত ১৪ জুন থেকে জেনারেল মুনির যুক্তরাষ্ট্র সফর করছেন।  ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত এই অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে, ফলে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত জেনারেল মুনির গত মে মাসের শেষের দিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন। গত ১৩ জুন চলমান যুদ্ধের প্রথম দিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।

সূত্র: বিবিসি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর