সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

ইসরায়েলি হামলায় তেহরানে বাংলাদেশি কূটনীতিকদের বাসভবনে ব্যাপক ক্ষতি

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৮:০০ এএম

শেয়ার করুন:

ইসরায়েলি হামলায় তেহরানে বাংলাদেশি কূটনীতিকদের বাসভবনে ব্যাপক ক্ষতি

গত সোমবার তেহরানে ইসরায়েলি হামলায় ইরানে অবস্থিত বাংলাদেশি কূটনীতিকদের বাসভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতি হলেও বাংলাদেশি কূটনীতিক ও নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তেহরানের জর্ডান এলাকার তিন নম্বর জেলায় বসবাস করেন। এই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সোমবার এই স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়, যার ফলে ওই এলাকার অসংখ্য স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।


বিজ্ঞাপন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, হামলার সময় তিনি তার বাসভবনে ছিলেন না। তার বাসাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, আমার বাসা পুরো গুঁড়িয়ে দিয়েছে। আমাদের আশপাশে এখন আর কিছুই নেই। কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে।

সোমবার দুপুরে হামলার আগেই বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশি নাগরিকদের জর্ডান এলাকা ছাড়ার নির্দেশ দেয়। এরপরই দূতাবাস কমপ্লেক্স ছেড়ে কর্মীরা তেহরানের অন্য একটি স্থানে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, বর্তমানে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে ১০০ জন প্রবাসী এবং দূতাবাসের ৪০ জন কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও বলেন, সেখানে যারা প্রবাসী আছেন, এ পরিস্থিতি দীর্ঘ মেয়াদি হলে তাদের কাজ হারানোর শঙ্কা রয়েছে। তেহরান থেকে যতটুকু দূরত্বে নিরাপদ থাকতে পারে বাংলাদেশিদের সেখানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখনই ইরান ত্যাগ করা সম্ভব নয়। অর্থও পাঠানো যাচ্ছে না।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ জন বাংলাদেশি চিকিৎসার জন্য ইরানে গিয়ে যুদ্ধের কারণে আটকা পড়েছেন। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলাম জানান, তারা মূলত কিডনি প্রতিস্থাপনের জন্য তেহরানে এসেছিলেন এবং হামলার সময় শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সংঘাত শুরু হওয়ার পর তাদের বিভিন্ন হাসপাতালে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, বেড়াতে গিয়েও অনেক বাংলাদেশি ইরানে আটকা পড়েছেন।

এদিকে, ইসরায়েলি হামলায় মঙ্গলবারও তেহরানের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরটির বাসিন্দারা দলে দলে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর