শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

ট্রাম্পের হুমকির জবাবে খামেনির বার্তা: ‘যুদ্ধ শুরু হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৭:৪৩ এএম

শেয়ার করুন:

ট্রাম্পের হুমকির জবাবে খামেনির বার্তা: ‘যুদ্ধ শুরু হয়েছে’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) খামেনি লেখেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’ তার এই বার্তাকে সরাসরি ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব হিসেবে দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।


বিজ্ঞাপন


এর আগে, একাধিক এক্স পোস্টে ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্দেশ্য করে হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি খুব সহজ লক্ষ্য। চাইলে এখনই তাকে বের করে আনা সম্ভব, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা করবো না।

ট্রাম্প আরও বলেন, আমরা কোনো বেসামরিক নাগরিক বা মার্কিন সেনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চাই না। তবে আমাদের ধৈর্য দিন দিন কমছে।

একই দিনে আরও দুটি পোস্টে তিনি লেখেন, ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে। এবং “নিঃশর্ত আত্মসমর্পণ!”

উদ্ভূত পরিস্থিতিতে আয়াতুল্লাহ খামেনি আবারও পরিষ্কার করেছেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে। এক্সে ইংরেজিতে দেওয়া বার্তায় তিনি বলেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠিন জবাব দিতে হবে। জায়নবাদীদের কোনো দয়া দেখানো হবে না। সূত্র: আল জাজিরা


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর