রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইরানে সরকার উৎখাতের চেষ্টা হবে বড় ভুল: সতর্ক করলেন ম্যাঁক্রো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

ইরানে সরকার উৎখাতের চেষ্টা হবে বড় ভুল: সতর্ক করলেন ম্যাঁক্রো

তেহরানে বলপ্রয়োগে সরকার পরিবর্তনের যেকোনো চেষ্টা হবে বড় ধরনের কৌশলগত ভুল—এমন সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

তিনি বলেন, বাইরে থেকে চাপ দিয়ে কিংবা জোর করে কোনো দেশের অভ্যন্তরীণ সরকার পরিবর্তনের চেষ্টা অতীতে সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। এটি একটি ভুল ধারণা।


বিজ্ঞাপন


সোমবার কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ম্যাঁক্রো বলেন, ইরান ও ইসরায়েল—উভয় পক্ষকেই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান।

সাংবাদিকদের সঙ্গে ম্যাঁক্রোর কথোপকথনের সময় জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সম্মেলন থেকে সময়ের আগেই বেরিয়ে যাচ্ছেন।


বিজ্ঞাপন


এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ম্যাঁক্রো বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে নতুন আলোচনার উদ্যোগ নিচ্ছে, যা ভালো লক্ষণ।

তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের যুদ্ধবিরতির উদ্যোগ নিতে পারে, তাহলে ফ্রান্স সেটিকে সমর্থন করবে। কারণ, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন এখন অত্যন্ত জরুরি।

এদিকে, ইরান-ইসরায়েলের চলমান সংঘাত পঞ্চম দিনে পা দিয়েছে। উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলা চলছে। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। আর ইরানে চালানো হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন। সূত্র: এএফপি ও
বিবিসি

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর