যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি-৭ সম্মেলন ছেড়ে আগেভাগে ওয়াশিংটন ফিরছেন। এর আগে ইরান-ইসরাইল সংঘাতের কারণে আগেই দেশে ফিরেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দিবাগত রাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগেভাগেই জি-৭ সম্মেলন ত্যাগ করতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ও এর আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বাড়ছে।
বিশ্বের শক্তিশালী অর্থনীতির সাত দেশের জোট জি-৭ এর এবারের সম্মেলনটি হচ্ছে কানাডায়।
এএসএল

